আমি শুয়ে আছি অখন্ড প্রেমতলে
যে আমায় স-শরীর চেয়েছে
শুধুই আামায়।
আমি ফিরিয়েছি বারবার
বলেছি, যখন বেলা শেষে-
ফিরে যাবে সব কিংবদন্তী
কোথাও থাকবে না "অন্য কোন কিছু"!
নিলাকাশ,বাতাস,পথ-প্রান্ত,ধূলায়
শুধুই বাসনা,কামনার আমি
বাধাগুলো ঠেলে দেব,ফেলে দেব
জলকেলী হতে হতে বুব্দুদের
অখন্ড প্রেমতল আমার দু'চোখ,
আঁকা হবে তোমার অনুরাগ
মিলব তখন ঠিক্ ।
অত তাড়া কিসে,সবে তো কাঁপন
রোমাঞ্চে হতে দাও লীন প্রিয়,
কিছু বাধা বাকী আজও
নাক ঘষে করতলে কবাটের গিট্
সবে তো খুলেছি
সবে তো শিখেছি প্রিয়
বাকী আছে বহু অভিযোগ
বহুরাত গেছে বে-হিসেবি খাতে
কামনারা ঝড় হয়ে ভেঙে গেছে সব
টুকড়োতে জুড়ছি কেবল
তুমিও কিছু পড়ে ঝড় হবে
আগে ছিলে কুমেরুর মোহ্
আজ নিশান খুঁজছো, বাহানায়
অত কিসে তাড়া
ঝড়ে ঝড়ে হতে দাও
জনমের লীন ,এস তারপরে।