স্বপ্ন বাসর সেজে মেলেছো প্রেমের পাখা
প্রফিটের আঙিণায় দেবদারু উপশাখা......


দিয়ে গেছে ধরাশায়ী শূণ্য প্রেমের দাম
শহর দুলছে তালে পাঁচসিকে জজমান॥


বকবকি আগডুম ছেয়ে যায় সারা দেশ
ত্রিফলার বাতি জ্বলে ক্ষুদ কুঁড়ো শেষমেশ।


ছেঁকে নিয়ে ভূষিদের নগদের মেনু লিস্ট
টগবগে রুটি চায় সিম্ফনি, গীটারিস্ট।


চলে যায় মনোয়েজ ফরাসীরা ককটেল
গদগদে শো-পিসটা দিলে চ্যাট,ই-মেল।


মনোয়েজ শোনো কাছে দেশে হিটলারী নেই
অবাধ্য উত্তাপ সী-বিচেই রেখে দেই.....।


শেষবার আপ্রাণ ছুঁয়েছে তোমার ঘ্রাণ
ডেকেছিল যে ভাষায় তুমি তো পরিত্রাণ,


মজেছো ডি'সুজায় যখন সে কাছে খুব
কালে পুড়া ভস্মেয় রস ঢালে উৎসুক।


সে পাখার পালকেরা ঝড়ে গেছে দোটানায়
পোড়া মাংসস্তূপে শহরটা খাবি খায়...।