জানি তোমার নিষেধ প্রহর,
কড়ায় গন্ডায় আগলায় তোমায় বারবার
আগের মতই,আর তুমি সোনালী চুলের বেষ্টণীতে
বিকিয়ে যাও, প্রতিবার ।
আমার অপেক্ষাগুলো নিদারুণ দীর্ঘশ্বাস হতে হতে...
ঝাপসা হয়ে যায় হিসেবের কথায় খাতায়
দেখি,সোনালী চুলের আভায় কেমন পরিব্যপ্ত তুমি
আমি প্রাণপন খুঁজি ভরসার ডাঙা-
জলের ছায়ায় উপেক্ষার হাসি-
বিদ্যুৎপৃষ্ট মনে সহস্র ঝলক চূর্ণ বিষাদের
পরাহত ভাষার দ্বন্দে আমি বিভ্রান্ত
উঞ্ছবৃত্তি নয়, বিদেশিনী নয়
তোমার মুখ চেয়ে বলেছি, "এস"
তুমি প্রসন্নতার-----
রাঙা রোদ মেখে গভীর ক্ষত মুছে দিচ্ছ
সেই স্বর্ণাভ এলোকেশীর--
নাহ্, তোমায় বলে লাভ?
তোমাকে অার পাওয়া হল না বোধহয়
যতবার আমার নিবিষ্টতা ছুঁয়েছে কোথাও
হেরেছি ততবার,সোনালী চুলের ফাঁদে বিকিয়ে গেছে
আমার টুকরো প্রসন্নতা।
উত্তাল সাগর ঢেউ যখন পরিপূর্ণ মিলনগ্রাহী
গ্রহণ লাগা চাঁদ ছেয়ে দিয়েছে নিষ্ঠুর চুলের মায়া
সোনালী চুল ভর করে ওরা খুঁজে নেয়-
এক একটা উপায়ান্তর,
আর আমার বসন্তের ঘর চৈত্রময়
উপহাসে ,বিদ্রুপে বিক্ষত হয় চিরকাল।