আর বসা হবে না মোহনার ধারে
                     রাতভর টিলায়,
ওখানে রেখে এসেছি আমাদের সঙ্গমের ছাপ
      কয়েকটি রজনীর যাপনআলেখ্য
ভাবতাম, জীবন বোধহয় এমনই যাবে,
তোমাকে উপগ্রহ করে গোটা সৌরজগৎ খুঁজে নেওয়া
আমাদের সৌর আঁতসে বিলীণ হবার ছবি-
বেশ সারা জাগিয়েছিল, শিল্পীমহলে-
কত গুঞ্জণ,কত তার রুপান্তর,
সৌরতন্ত্র বেয়ে নেমে আসা অমৃতে তৃপ্তির ঢেঁকুর
  আমার ভায়োলেট কাশ্মীরি স্টিচে ব্যপক
  ঝলসাতো, আর বড় সবুজ টিপ তুমি বলেছিলে॥


তারপর, ভরন্ত টিলায় আছড়ে এল দুর্যোগ
   ভূমিকম্প, ঝঞ্ঝা, বন্যা,মহামারীর প্রলয়ে-
হারিয়ে গেল আমাদের একান্তের টিলা,
        রোমাঞ্চের হলফনামা, আমাদের বিপর্যয়ের লেখা,
অ-পরিশুদ্ধ নাম,ঠিকানা, কাটাকুটি খেলা-
  আরো কত কি----
   আজ সে জায়গা দখল করেছে ধ্বংসাবশেষ
      মোহনার ধারে চির মৈত্রীর,চির আপনার-
       কয়েক'টি বছরমাত্র।