একখন্ড মাঠের উপর আমার ছবি হিম হয়ে আছে
  যারা অগাধ খেলেছিল, আজ হাত-পা নিংড়ে
পড়ে আছে স্থির বিস্ময়ে--আমি তাদের শৈশব ফেরাতে পারিনি।
যখন লুকোবার জায়গাগুলি এক একটা ঠেক হয়ে গেছে
আর আমার ছবিতে মাঠের ক্রম সংকোচন
আমি তখন একশো বছরের শপথে
টেনে আনতে চাইছি বিপন্ন খেলাগুলি


দেবদারু,ছাতিম,পাইনে ওদের ঝলমলো মুখ
প্রতিদিন আমার ছবিতে উৎসর্গ হতো
আমি ওদের যোগাতাম পাঁচসিকে কাবলির-
বাটোয়ারা, শুকনো পাতায় মাদলের অভিযান
আর জমাট বনভোজনে সম্পর্কের আয়োজন।


দোলনা থেকে নামানো হল যে শিশু-
জিজ্ঞাসা করো তাকে-
কোনদিন শোনোনি এ ষড়যন্ত্র-
বোঝেনি, একদিন সব শিশুদের নামানো হবে শৈশব থেকে
লুকিয়ে ফেলা হবে অস্তিত্ব-নত হবে খেলা সংকোচন-
কারণ -- হঠাৎ করে নিভে গেছে সংস্থার মাঠ আয়তন-
ওখানে এখন নৈশ আবডালে-
জেগে উঠছে প্রচ্ছন্ন আফিম চাষ-
আগাম' প্রজন্মের আধুনিকীকরণ-
তোমার শিশু সামলাও "মা"-
আমিই দায়ী,দিতে পারিনি শৈশব-


আমার ছবিতে আজ কাকের পচ্ছাব
জুতোর মালা- কেন জানো?
ওরাও সেলফী চেয়েছে চেঁচিয়ে-
বলেছে ,ও-য়া-ট-'স অ্যা-প্ দাও-----


অথচ ব্যালেন্স সাত টাকা বারোআনা মাত্র।