তিনজনের হাতের অস্ত্র ছিল ধারালো
      বাকীদের সামান্য শান দেওয়া--
সারা রাত ওরা কসম খেয়েছে-
আমার জঠর কাটাকুটি হবে, সামনেই ভাগার
  ওরা আসলে ডোম্, ভেস্তে পঁচে গেলে-
শরীরে আলুথালু কাটাছেঁড়া চালায়--


তিনমাস আমি কোন পুরুষ স্পর্শ করিনি
   রে রে করে উঠল কাপালিক
কপালে রক্ততিলক মেখে বলল," ইজ্জত ধার নিতে হবে''--
এক,দুই করে ক্রমে ছেয়ে গেল সারাটা শহর,
সকলের কপালে রক্ততিলক---
আট থেকে আশি।


আমি হিম হয়ে আছি, না শীত,গ্রীষ্ম,ক্ষুধা,তৃষ্ণা
       কোন অনুভূতি নেই আর--
তিনজনের অস্ত্রে ঝুলছিলাম আমি--
সারা শহরজুড়ে চিরুণী তল্লাশি--
পাড়ার মেয়েদের আমি গুম করিনি তথাপি---
চতুর্দিকে গর্ত আর তিনটি শানানো অস্ত্রে-
আমায় ঝোলানো হবে কয়েকদিন পরেই কিংবা দাফন্।
আমি বজ্রমুষ্ঠিতে আঁকড়ে আছি হৃৎপিন্ডের বিপর্যয়।