তিনশো ছাপান্নটা প্রেম
   আর তিনশো ছানাপোনা
      এই আমাদের সংসার।
আমি জন্মসূত্রে জলজ, আরো একজন আমার মতো
   আমরা সহোদরা নই তবু
   স্বভাবে মিল আছে কিছু-
সেদিন খুব ঘটা করে পরানো হলো নোলক
  নয়শো তিপান্ন মৃদঙ্গে তিনরাত্রি ধরে,
  আর আমাদের রক্ত চিরে-
লেখা হল আদরের নাম
বেশ সুখে ছিলাম আমরা-
কিন্তু ধেয়ে এল অনুপ্রবেশকারী
দরদামে আমাদের টিপে,নেড়ে,ঘুড়িয়ে,ফিরিয়ে-
আদিখ্যেতার অন্ত নেই
পকেটগুলো উপছে পরছে নোটে
আর কানাঘুষো,ফিসফিস্
একবার আমায় একবার ওকে
ফিরিয়ে ঘুরিয়ে নাক কান রং
আমাদের মুখ বেধে দেওয়া হল,
আর অগত্যাই ছানাপোনাদের ছোটাছুটি
খুনসুটিতে মেতে ছিল বেশ
হঠাৎ করে আলোড়ণ-
দেখলাম নির্ঘাৎ লেনদেনে-
বিকিয়ে গেল ছানাদের শৈশব
আমাদের আস্তানা জুড়ে ধরপাকড়
সকালের নোটিশ দেখলাম-
বিদেশী ভক্তদের অর্ডার সাপ্লাই
এবং পুষ্করিনী সংস্করণ,
আবার বাজল মৃদঙ্গ কিন্তু বিষাদের
এবার অন্য জল, ম্যানমেড পুকুর
আবার নতুন করে প্রথম থেকে
কিন্তু ছানাদের আর কিচিরমিচির নেই
এবারে ঘটা করে পরানো হবে টিপ
সহস্র সোনার টিপে বরণ করা হবে-
আগাম ছানাপোনাদের ট্রিপল ডলার,পাউন্ডে--
চলছে তারই প্রস্তুতি।