ছোট্টিটি নেই কনকচাঁপার
ঝুমকো কানের দুল
টিপ পরেছি কাজল মেখে
হীরের খোপা ফুল।
দুলিয়ে বেণী হলুদ শাড়ী
আসব তোমার বাড়ী
মন কেমনের উদাস বিকেল
কামরাঙা ক্ষেত পারি।
যেখান দিয়ে গাঁয়ের গলি
বাঁক নিয়েছে পিছু
আমরা সবাই পিঠ পেতে রোদ
ক্ষেতের উঁচুনিচু।
হাঁক দিয়ে যায় নাও গো মালা
মন কেমনের সুর
সাজিয়েছে মা খোপায় মালা
আলতো পায়ে নুপূর।
ছোট্টবেলা কেমন ছিল ময়নামতির ধার
তাল কুড়োনো ভর দুপুরে
দস্যি দানোর ঘর, আজব তেপান্তর
সব ম্মৃতির ঘরেই পরে।
দুলতো মাঁচা লাউ শশাদের
ফলের ভারে নত
জমত খবর নতুন খাবার
জমিয়ে খুশীমত।
আকাশটা আজ চারকিনারে
জাপটেছে মেঘ কষে
সিঁদুর রঙা চমক বরণ দোল্
ছড়িয়ে শেষে।
মন ভালো নেই? ঘুরতে চলো
হু হু বাতাস বিকেল
কেমন দেখি মালার বাহার
কেমন তোমার আঁচল?
ফুরফুরিয়ে অমনি আমি সাগর হলাম,
সাগর হলাম আমি
ছোঁবে আমায়,আমায় ছোঁবে?
কিচ্ছুটি নয় জানি।