ভাল্লাগা মন কোথায় পাব
          খুঁজছি কেবল তাই
ঘন্টা বাদক কেবল বাজায়
           বেহাল শুরুটাই।
তুলতে পরাগ ফুলের দেশে
           হুড়মুড়িয়ে এল
পেছনপানের ফুলভবনে
            গুপ্ত শাখা ছিল।
কাটতে ফিতে গোয়েন্দারা
             যে যার হিমসিম্
বহুবছর পরে পেল
              মগজ ধরা ঝিম।
সামনে পেছন সমান ডাঙা
             মাঝদররিয়ায় জল
মৃতের খুলি তন্ত্র মন্ত্র
             ভাসছে খলবল॥
ছড়ায় নেশা অাফিম ছাড়া
             কচি পোনার ছাঁ
আঁধার ঘরে জ্বালরে আলো
             দরদ দ্যাখা যা।


কোথায় আমার নুব্জ্য সময়
           আদেশ দেবার জন্
বাপ,মায়েরা বিকল হলে
            কোথায় উত্তরণ?
লাগতো ভালো হাজার কথা
           হারিয়ে কোথায় গেল
সেই সে সময় গুরুজনের
            পায়ের চিহ্ন ছিল।
কোথায় আমার শাষণ,সোহাগ
             হাজার বারণ মা
মাস,কাকীদের তোষণ আসন
            আর যে পাব না।
আসবে না আর দয়া,স্নেহ
            পাতবে না কেউ বুক্
জড়িয়ে আদর একসাথে চল্
            ঝিম্ ধরা রোগ সুখ।
ঝিম্ ধরেছে মাথায়,কানে
            গোটা শরীর মন্
অতীত ফেলে ঘন্টা বাজায়
            নেশার বৃন্দাবন।