নতুন আকাশ ভরছে অাবার বারুদে নিশ্বাসে
বেকার মিছিল বাড়ছে ক্রমে ভয়াবহ ত্রাসে।
পূঁজিপতির বাড়ছে লোভের লিস্টিখানা হু হু
ধনপতির তা' জোগানো কুমিরছানা বহু।
দপ্তরে নাম হচ্ছে আড়াল বেকার জীবন হায়
কার চেয়ারে কে বসে'যে ধনপতির দয়ায়।
বাড়ছে শিক্ষা নবীকরণ স্কুল,কলেজে জখম
মুচকি হেসে মন্ত্রী বলেন রাজ্যনীতির কারণ।
ভরাচ্ছে মাঠে হা'ভাত লোকে বিরিয়ানির লোভ
কাজ ফুরোলে'ই চিনবে না'হায় কর্মহীনের ক্ষোভ।
দেশ কিনেছে টাকায় বেনে রাজ্যটা ছাড়খার
রাজ্য কিনে পূঁজি নাচায় বেবাক মন্ত্রী দরবার।
কিনছে পাড়া মাস্তানেরা পার্টি,ক্লাবের পাশায়
ঘুরছে ছড়ি কাঁপছে মানুষ সন্ত্রাসীদের ভাষায়।
চড়ছে নেতা টাকার গাড়ী সার্টিফিকেট ফ্ফুঁ
ছ্যাঁচড়া,খুনী যা খুশী হোক্ ভরছে পকেট শুধু।
শিক্ষিত লোক বেজায় পাঁজী অগ্রগতি চায়
মন্ত্রী গড়ে বেকার ঘাড়ে আরাম প্রাসাদটায়।
বছর পাঁচেক চেয়ার আছে মোকাম লেন-দেন
ছাড়খাড়ে দেশ বয়ে'ই গেল ধনের পূঁজায় মন।
বেকার আছে বাড়ছে দ্যাখো বছর বছর যতো
ভরবে স্টেজে চেয়ারগুলোয় ফক্কা ধনীক শত।
শুনবে,থাকবে,আসবে ভোটে লাইনে পরস্পর
থাকুক দেশে বাড়ুক যতই ক্রম হারামখোর।
থাকুক বেকার বাড়ুক তারো অধিক মন্ত্রী চাল্
ধনিক,বণিক রাজ্যটা খাক্ পাড়ায় নেতার দল্।