"ধম্মে সইবে না---"
অগো মোড়লের সায়---।


অহন তরি চুপ আছিলাম,
ব্যাবাক দ্যাশ্ অাইছে ছালাম দিতে
পতাকার তলে, মু'ই, সেই জিন্নার দ্যাশভাগের-
কালে চক্ষের জলে খাঁড়য়ে দ্যাখছি
ক্যমন্ কইরা ঘর ভাঙ্গে,দ্যাশ ভাঙ্গে
ভিখাড়ী হয় পোলাপান্---।


আমাগো আছিল সোনায় মোড়া গাঁ
গরু-মোষ,ক্ষ্যাত ভরা ফল-মূল
পিদিম হাতে সন্ধ্যায় বড় দ্যাবতার পূজা
কত কথা শোনতাম ,মাষ্টর দা,সূর্য সেন, বাদল.দিনেশ,বিনয়,
চক্ষে ভাসত অগো কামকাজ্
একসময় আগইয়্যা যাইতাম
হকলটির লগে , মানতো আমারে---।


তারপর আইল অরা কইল্য,"দ্যাশ ছাড়ো"
আকাশ-বাতাস.জল-ক্ষ্যাত্,পশু-পাখী হক্কলের কাঁপনে-
অরা ভাসাইল রক্ত গঙ্গা, জ্যান্ত লাশের হাহাকার
ডোজারের ক্ষ্যামতায় পলাইয়্যা বাঁচছি মু'ই
লাশের ত্যানায় মুখ গুঁইজ্যা ,


অরা লয়্যা গেল মিছিলে কইল্য, "সমুখে থাকো-
ফেরত পাবা সব", গলা মিলামু শক্তি নাই,
হাঁটতে হাঁটতে কড়া পড়ছে দু'ই পায়
কোমড়ে ঝিম্, অরা কয়," গলা মেলাও"
থামলাম যহন, কে জানি আইছে-
কম্বল দেছে ,খাবার প্যাকেট,"জিগাই----বাবুরা-
আমাগো দ্যাশ? ঘর-দোর? কাম-কাজ?
আর কত রক্ত গঙ্গা দ্যাহন লাগবো "?


মোড়ল কয় ,"চোপ্ ,  উপকার করতে নাই তগো,
মিছা কও ক্যান্? ধম্মে সইবে না হ"।


চোখ্ ভাইস্যা যায় বাপ্, তগো "স্বাধীনতা দিবস"-
আইলাম্ বাপ্ কত মনিষ্যি, নাচ-গান,
অহনতরি চুপই আছিলাম বাপ॥


কে জানি কইল্য,"অগো ধম্মে সব সয়"
একজন আগইয়্যা মোর কাঁনধে রাখল হাত্
দ্যাখলাম্ মু'য়ের মতো দ্যাশভাগের এক রিফিউজি।