গানটি আমার জীবনে
বয়ে আনতে পারত,প্রথম পুরষ্কার....
অনাথ আশ্রমে বেড়ে ওঠা দুষ্কর পরিচয়ে
খুব প্রয়োজন ছিল,বিশ্বাস করুন খুব....
আমার মত অারো অনেকে
যাদের ১৮ বছরের পর মুক্তি দেওয়া হবে-
অজানা ভবিষ্যতে...বলা হবে ফিরে যাও
অকূল জনসমুদ্রে,হাবুডুবু খাও,পঁচা পাঁক,
জল,স্থলের নীচে আরেক পৃথিবী অাছে
নাগরিক হও তার......কিছু হও,কিছু অন্যরকম।


জিজ্ঞাসা করুন জানতে পারবেন
ওদের কোন পৃথিবী নেই,আপনার
আমিও তাই,গানের দৌলতে....
কিছু একটা হয়ে যাবো ভেবেছিলাম
আপনি ডেকে নিলেন ব্যালকনির দাসরথী
পুরো বিষয়ের স্পনসরটি যার.....
বললেন , অমন গান জীবনে শোনেন-নি
যারা আমাদের অভিভাবক শেষ করে দিলো-
মাত্র অাঠারোয় পথ ,
সেবার মন্ত্রী, এম.এল .এ এসে জ্ঞান দিল,বলল---
সোনার ভবিষ্যৎ গড়ে দেওয়া হবে
যদিও ভোটের সমুখে।
আজ আবার আমরা পথে, নিরেট,শঙ্কুল,নরকের হাত
বারবার টানছে প্রলোভন ।


আবারো সেই মন্ত্রী এল-
কিছুকাল আগে আমার হাতের সম্মাণনা
নিতে হয়েছিল যার ,জড়িয়ে ধরতে গেলাম পা' কাজ চাইতে..
ডান পা'টা পঙ্গু আজ
তার ইশারায় পুলিশের বন্দুকের আঘাতে.....
বিশ্বাস করুন, বার বার বাধা পাচ্ছি
মুখোশ ঢাকা আড়ম্বরের হাতছানিতে...
চরাচরবাসী,অাকাশ.নক্ষত্র প্রশ্ন করছি সবাইকে
মিলছে না জবাব.......।


কোথা থেকে ভেসে আসছে যেন সে-ই গানের প্রতিদ্ধনী ....
"ও স্বজন তোমার মতন সুজন ক'জন আছে......"