উঠোন জুড়ে তোর চেহারা, তোরই প্রতিচ্ছবি
       জল গড়ালো আধো বোলের-
উছল রবী,শশী
খেল্ জমেছে জল-স্থলের ছোঁয়ার গলাগল্
      ছোট্টটি তোর ছোট্ট ফ্রকের
নাঁচন অবিকল।
ফুল নিবি না অশ্রু নিবি অঢেল সাগর হয়ে
       তোর কাছেতে ঝাঁপিয়ে যাবো
খেলনা,পুতুল হয়ে।
আদর করিস একটুখানি বড্ড বিষাদ মন্
       আলতো কথার ঝিম ধরিয়ে
জমবে আলাপন।
ছোট্ট হাতের মিষ্টি ছোঁওয়া মন জুড়িয়ে প্রাণ
       খুলবে মাথা প্রসন্নতা
সকল প্রয়োজন।
চোখের বাধন যেই খুলেছি ফক্কা সকাল বেলা
        বেলার বইয়ের চিংড়ি পোলাউ !!
স্বপ্ন হেলাফেলা??