তখন আঁধার রাত ঘন তমসায়
               অঝোরের বরিষণ
যেন গো ডরায় ।
তুফান রুদ্রমুখী বিষের ছোবল্
               হানে ঘাত্ কবাটের
যম্ অবিকল।
অনল,অগ্নিবান চতুর্দিক ঘেরা
           কোথা আমি,কে'গো আমি
ব্যকূল দর্শকেরা।
জনা চার ছিল যারা শ্মশাণ বান্ধব
              হইল অাঁড়াল ত্বরা-
তুফান সম্ভব।
মধ্যরাত্র অবিকল যেন সেই দিন্
           কারা যেন বিষপাত্রে
হানিছে দুর্দিণ।
কোথা আমি,কে গো আমি প্রশ্ন চতুর্দিক
               তীব্র বাজ্ সশব্দে কহে,
মৃত তুমি, মৃত,নহো আক্ষরিক।
মুহূর্তে পাষাণ সব জাগতিক ইহ
             মোর যাহা কিছু সব
ভোগ করে কে'হ।
মিলাইল যাবতীয় ঘেরা দুঃখ-সুখ
           চমকিল জগতের সর্ব অ-কল্যাণ
আমি শুধু ভরসাবিমুখ।
আসে যায়,গায় গান পরাণ জুড়ায়
               আমার চেতন আসে-পাশে
সব লীণ হয়ে রয়।
ধীরে রাত ভোর হয় জাগে লোকালয়
            ভূ-লুন্ঠিত জ্বরাতুর, কেহ
চিনে না আমায়।
যেথা যাই যত যাহা আপনার
           শুধায়,কে গো তুমি
কাহার ঘরের।
কহ তুমি অন্তর্যামী মারিবে যদিচ হেন
              অট্টহাসে লোকালয়
কেন তব প্রবঞ্চণ হানো।


( কাদম্বরী নাটক অবলম্বনে লিখতে চেষ্টা করলাম শেষটুক ঠিক্ হল কিনা বলবেন পাঠকেরা )