মন্ মানে অচেতন্ গভীর প্রবল
            এঁকে দিলে অন্তহীন ক্ষেত
আচমকা পাখনায় হাজার দুয়ার
            ঘরে আসে অঘ্রাণের স্বেদ্
হাসি মানে প্রগলভ্ প্রাণের দোসর
             ধুয়ে সাফ্ চোরা অলিগলি
সাতখুন মাফ্ তার  গলে জল হলে
             আরো কাছে নবোদিত কলি
হৃদয় অর্থ তার অভাবের ঘরে
              রেখেছে যে জোয়ার,প্লাবন
দু'য়ে নয় এক দেহে অঙ্কুর,শিকড়
               দিয়ে যায় সৃষ্টিরত দৃপ্ত চুম্বন


প্রেম মানে যার প্রিয় দরিয়া হৃদয়
              লাল,নীল পান্না দুরন্ত সময়
মিলে মিশে কৃষ্ণকলি অলির বাহানা
              ঝড়,জল,ঝঞ্ঝায় শ্লোক কাব্যময়


ফোটে আকাশের গায়ে সম্মোহনী গান
               গায় চখাচখী সনে মিলন তিথিতে
গানে,প্রাণে এক হয় চিরো বাসনায়
               কুঁড়ি ভরে বসন্ত শাখাতে।
মিলনের মানে তার অবনত ফলভার
                 সু-প্রভাত  প্রসব আলোকে।