বাজল ন'টা ঘড়ির কাটা
              নাক ডেকে ঘুম এ'কি
ম্যারেজ সোস্যাল রজত বছর
              মেজাজ কোথায় রাখি?
ঘর গোছানো,সাজন্,গোছন্
               ছড়ান্ এদিক সেদিক
দোকান.বাজার খাবার,দাবার
               জোগাড় স'বই বেঠিক
পার্লারে সাজ ঠিক বারোটা
               মার্কেটিং তারপর
বেহুশ ঘুমায় দেব্তা পতি
               দায়ের বোঝা কার ?
বাড়ছে প্রেশার দরদরিয়ে
              ঘুড়ছে মাথা ভারী
চড়ছে পারদ যাচ্ছে বেড়ে
              কোমড় বেঁধে শাড়ী
উঠবে না'কি ঢালব জলের
              খাট বিছানার সিনান
ভাবছ বুঝি আমার মাথায়
              ভাঙবে হাঁড়ির মান্
ছাড়ছি না আর বন্ধ এসি
              বালিশ,চাদর, ঘুম
খুন্তি,হাতার হাত গজাবে
             হাঁড়ি,পাতিল ,উনুন
কি বলেছ ? বাজার যাবো ?
             ঘন্টা দু'য়েক বাকী ?
চোখ খোলেনি ঢুলছে শরীর ?
            আধখানা কাজ ফাঁকি?
খায়না অত সোনার সুপুত্
            নাও থলেটা হাতে
রইল তোমার ম্যারেজ স্পেশ্যাল
           বাপের বাড়ীর পথে
শাক্ জোটেনা মুরোদ কত
              পান্তা ভাতে নুন
রইলো তোমার পঁচিশ বছর
            ঘুমোও শ্মশান ঘুম।