ভাসছে জীবন , হাসছে জীবন উসর মাটির বুকে
হেলছে,দুলছে,খাচ্ছে হোঁচট্ কখন কে টসকাবে।


নাচছে জীবন , গাইছে জীবন আমোদে,আহ্লাদে
হোলছে ,দুলছে খাচ্ছে খাঁবি বিবাদে, সংঘাতে।


মাটির বুকেই জীবন রসদ কাড়ছে হানাদার
রক্ত.ধ্বসে জীবন কাটে আমরা বসতদার...।


চলছে জীবন যেমন তেমন চালায় সে কোন্ জন্
ফাঙ্গাসেরই ক্রুঢ় মারণ ভাঙছে অবিরাম.....।


বাঁচছি তবু , জুড়ছি ব্যপক কাঁটা ক্ষতের ঘাঁ
অকাল মরণ ভুল করে নেয় আসল জীবন'টা।


হানল কত জীবন শতক বন্যা ,খড়ার দহন
ছোঁ মেরে বান্ হানল জবান্ সর্বনাশা কাঁপন।
                    ( তবু )
হাসছে জীবন কোন্ অকারণ ধ্বস্ নামা সুখ ভুলে
হাজার আগুন, মারণ ব্যাধির  কফিনে মুখ জ্বেলে।


কাঁপন = ভয়ালো ভূমিকম্প ।