বদলে যায় রে সময় নামের জীবন, যৌবন
আজ যে হাসে কাল্ চোখে জল্ এহেন ধরণ


সহজ যেজন্ বাড়ায় দু'হাত  মনের আনন্দে
কাল্ সে অচীন্ কোন্ ব্যবধান ফুরায় অজান্তে


সরল-জটীল অঙ্ক কষে  জীবন অক্লান্তে
ভুলের মাশুল গুনতে গিয়ে থমক দিনান্তে


চলতে পথের নুড়ি ঠেলে  নুড়ির নামান্তে
শেষ হলে তায় আদান-প্রদান সকল দূরান্তে


থাকে না'রে থাকে না'রে থাকে না হায় সময়'টা
বদলে চলে নিজ্ খেয়ালে আক্ষরিক এ জীবন'টা


বয়স বাড়ে  নিমেষ বুঝে পাল্টি খেয়ে ভুবন'টা
চোখ মেলে চায় নতুন আলো দখলদারী সমাজ'টা


আজ খুশী  সে চরম দু:খী কালের হেন নিয়ম'টা
থাকে না'রে থাকে না'রে থাকে না হায় সময়'টা...........