চমকে উঠি শেষরাতে যে স্বপ্নটাতে ভয়
                     হঠাৎ এল হুরমুড়িয়ে
                          মরণ সে নিশ্চয়
হাতড়ে খুঁজি প্রাণ দু'হাতে ফাঁকা শরীরটায়
               বাড়ছে সে হাল্ দেখছি বহাল
                            ভিন্ন দোটানা'য়
কার মুখে যে কার বসানো দেখছি অবিকল
                যেমন ছিল স্বপ্নটা কাল্
                          ভিটেয় চলাচল্
হাসছে না আর ফুঁসছে রোসে কিসের অনিশ্চয়
                    পাগলা কুকুর মাঝ্ রাস্তায়
                             বদল শরীর হায়!
সামনে দারুণ কি অকরুণ সাতের ঘরে আট
                       কি অ্বসর উঠল জ্বলে
                           সকল প্রেমের হাট
সকাল গেল,বিকেল হল,যুগের প্রোমোটিং
               কোন্ অচীনের গড়ছে প্রোমোদ
                        ভাঙা-গড়ার চিটিং
নেই দেখি যে কথার ঘোরে প্রাণের স্বর্ণযুগ
                 বসছে শকুন তীব্র থাবায়
                          মুষ্টি খানেক ভিখ্
উড়ছিল কাল্ করাত্ ডানায় শূণ্যে নজর ভোজ্
                  আজ সে কাড়ে হৃদয়,বিবেক
                           হাড়,পাঁজরের খোঁজ
মুক্তো লকেট হারের দড়ি দুলছে গলে কার্
                    জুয়ারী আর আস্কারাদার
                             মোতাত্ জবরদার।