বেশ তো আছো গাঁজায় দেদার
                 রাধে কৃষ্ণ নাম
মুচকি হাসি চাঁদের জোয়ার -
                 ধরায় বৃন্দাবন।
ভ্রমর কোথায় ঢালছে জোয়ার
             ছাড়পোকাদের ঘর
তামাম সুখের সঠিক খবর
               চলছে জীবনভর
নেশার ফানুষ গড়ছে মানুষ
               টালমাটালের পর্
ফিরছে বেহাল ভর নাজেহাল
               নিয়ম পরস্পর।
কোনটা যে সুখ কোনটা অসুখ
               তিন'টানে নির্ভয়
আরো বেশী সুখের নাগাল
               দশ' টানেতে জয়
তোমরা আছো তাই'তো হেথা
               বোতল গোলাম বাদী
আবাদ গেল প্রবাদ হল
                শখের আজব সাথী
সস্তা প্রবল চোলাই, রসের
                 স্বাধীনতার বোল্
যেমন বোঝাও তেমনি বোঝে
                  দে'মা চরণতল।