খ্যাতির শীর্ষে নয় আছে নাম
অনিচ্ছার ভুলে
নাম আছে বঞ্চনায় না পাওয়ার
তালিকার মূলে।
ঋণে অঋণে আছে দেনার খাতায়
খ্যাতির এ নাম
লেখা আছে ব্যর্থতা বিবরণ চর্চ্চায়
মোহের সুনাম
জেনেছে কে মোহবশে ক্ষনেকের ভাবাবেশে    
নাম অকারণ?
নামহীন পন্ডশ্রম রাখা আছে বিস্মরণ
অগাধ তালিকা
বিবাগের মন-প্রাণ কলঙ্কের অবমান
নাম আছে রাখা।      
চিরতর জীবনের নিবেদন অকারণ
খ্যাতির দুরাশা
রাখা নাই প্রেম নাম, অহেতুক সন্মাণ
ভ্রান্ত ভরসা।
যতকিছু শ্রম-দান আগু-পিছু স্নেহটান
নামের ভন্ডামী
হেতু আমি স্মৃতিহীন পড়ে থাকি দুর্দিন
নামের সরণী।
নাম গেঁথে দুর্নাম, ছাঁচে গড়া শিরোনাম
ক্ষুদ্র সে চর্চিত হীন
দামী নই দিয়েছ যা"'শিরোধার্য়্য"
তুচ্ছ অতি দীন।
স্বজনের চিরঅাশা ক্ষণেকের ভালোবাসা
রেখেছি যতনে
দিয়েছো সে,নিয়েছিও দ্বন্দহীন নীরবে
নাম স-যতনে।
হারা আমি চির হারা,নামহারা,প্রেমহারা,
চির ভুল চির অবক্ষয়
সংসার অবসরে ভুলেছে তা অনাদরে
আজ তার চির পরাজয়।
রাশি শত বদনাম রেখে গেছে পরিনাম
অদ্য ইহ্ বিষাদ সময়
আসে নাম সু-সময়ে মিত্রের সাজ হয়ে
সাময়িক খ্যাতি।
সাফল্যের ক্ষণনাম বিফলের দুর্নাম
সততই রীতি
অখ্যাতি ঘিরেছে যার ভাবগতি দুরাশার
ম্লান সব প্রত্যাশার নাম
কভু সেই ঠিকানায় অকারণ মন চায়
চুপে এস অকারণ
নিরালার এককোন ঠাঁই তার নির্জন
হীন খ্যাতি মানুষের পাছে।
ঝড়া পাতা দলে পায়ে রেখ মনে সহসায়
একদিন ছিল যেন কাছে।