বৃষ্টি ভেজা মাটির খোরাক
             কাপের কাড়াকাড়ি
হুড়মুরিয়ে বাজল বেজায়
              অশথ্ব দা"র ঘড়ি
বিছিয়ে দিয়ে ঝুড়ির আঁচল
              বটের তেপান্তর
খেলছে ছানা বেশ নমুনা
              ঘুম পাড়ানি ঘর।
মিশছিল তার আজব ধূলো
              মানুষ রুপান্তর
ছুটছে পিছু হেড আর টেলের
              ফুটোস্কোপের শট্
জিতলে কাপের ঝকমকি চাল্
              নয়তো সে ঝঞ্ঝাট
ঢুকছে না আর বেজায় কঠীন
              উঁইপোকাদের দল
দল বেধে তার করতে সালিশ
              মাঠ জুড়ে কিলবিল
ঝড়ছে ডানা বাড়ছে হানা
             মন জোছনায় ঝাঁপ
চৈতি রাতে মান ফুরোলে
               অগাধ মনস্তাপ।