পথের ধারে টুকড়ো যত চোখ মেলেছে আজ
কে আর পারে ঘষটে পাথর আদিম কারুকাজ।
জেনেছ কে অস্ত্র নেশায় শান চলছে দিবারাত
শত্রু এবার মিত্ররুপে আরেক সু-সংবাদ....।


ডুগডুগিতে রং লাগাতে সেজেছে ঝনঝনি
অস্ত্র কামান, কার্তুজে ফাগ রক্ত বৃন্দাবনী
লুকিয়ে রাখা মারণ সুযোগ মনের অজান্তে
ছোবল বসায় কোষ,ধমণীর জীবন প্রানান্তে।


নেকড়ে সেজে শেয়াল এল খালেতে ডুব দিয়ে
আড়াল ঘেষে সাবধানে যাও বর্ম বুকে নিয়ে
আক্রমনের ধরণ বুঝো কোন আলোতে সিঁড়ি
গুপ্ত ঘাতক কোথায় রাখে মারণ তরবারি..।


কে মরেছে কে মেরেছে স্বাধীনতা নির্বাক
কাড়তে এবার সুস্থ থাকা এনেছে সংঘাত।
তিন রংয়াদের ভিন নেশাতে আমরা অসহায়
কার ঘাড়ে কার দোষের বালাই বোঝা দায়।