মুখ ফুটে বলে নি সে কোনদিন ----
দুধটা,মাছটা যেমন জুটতো প্রতিদিন
ওরে পুশি ও আমার  সাথী, কথা হত,
"মেয়াও", আড় চোখ মাছ আছে কত......
যেখানেই যত দূর চিনে নিত ঠিক ঠিক
মাথা নুয়ে কতনা প্রমাণ প্রভু বা মনিব
শোওয়া বসা অদ্ভুত,টেবিলে-- চেয়ারে
দিতে হবে ভাগ তার জোরদার চিৎকার
বলি পুশি," দুধ খা'না বাজার হয়নি আর"....
বিরক্তি চোখমুখ কোনমতে দু'টি ক'টি
সেই গেল, কোন বাড়ী মাছের সুরভ
ফিরে এল খেয়ে মার রক্তময় বেহিসাব
খালি পেট জোটেনি কোথাও মাছ.....
ওষুধে ও চোখেজলে নালিশ , দরাজ
কেন ,ওরে কেন পুশি এত তোর নুলো
বলেছিতো দুধ-ভাত আস্বাদ কত ছিলো
খাসনি'কো চুড়ি করে কি ক্ষতি এমন
ভালো নয় বেশী খাওয়া, নে না মেনে................
                                     ..........জোটে যখন যেমন।