নাচটা নেব তোমার পায়ের
              শিখছি নানান প্যাঁচ
কাড়ব বুকের গভীর আড়াল
               কেউ পাবেনা আঁচ।
বিশ বছরের শ্রম'টা নেব
                শপথ করেছি
সকাল সন্ধ্যা গুরুর নামের
                প্রসাদ সঁপেছি।
ভাঙব দেউল সোনাঝুড়ির
                ঘুঘুর বাসা ঘিরে
হরিলুটের বাতাস খাবো
                 সোহাগ সিঁদুর পরে।
পাতবো আসন পথের পাশে
                 জাত ভিখাড়ীর থাল্
উঠবে প্রাচীর স্বপ্ন দেউল
                 বুঝবে কে কাঙাল।
নামের মিনু ছোট্ট বেলার
                 আবদারী প্রেম পিঁয়ে
বাঁধবো বাসা গভীর বুকে
                  মিনু নামের মেয়ে।
পরবো মোরা প্রেম মহীয়ান
                 চির জয়ের মালা
করবো প্রমাণ আমরা মহান
                 একসাথে পথ চলা।