কে কোথায় আছি কোথায় চলেছি
চাইছি না কিছু দায় মেনে আছি
ওরা বলে নাকি আমাদের কথা
আধা পেট রহো হুকুম বার্তা।

যে যেটুক দায় ওদের কৃপায়
ফেস্টুন হাত যেন সোজা রয়
দেওয়াল ভরেছে খাদ্য পানীয়
মন মজে গেছে কোন কথা নয়।

আমাদের বলে আছে নাকি কিছু
রয়েছি যেটুক দেখে উঁচুনীচু
দিয়েছে দয়ার ফেস্টুন, তুলি
দান করো সব মোহ মায়া ভুলি।

গুরু নাম জপো মহাপথ ধরো
আপনার যা তা-ও দান করো
যেমন শোনায় শোনো অশর্তে
কখনো যেও না দাবী আবর্তে।

লীলা আশ্রম বলো গড়ে দিতে
দায় আমাদের সুখ বলি হতে
শ্রমের বদলে সজ্জা গোছাও
দাও যত খুশি ঝান্ডা পোলাও--

যোগ্যতা ওরা ইঞ্চি ফিতেয়
শলা ঘরে বসে বাড়ায়,কমায়
কার ঘাড়ে কার মাথার প্রকার
কাটা যায় আর জোড়ায় যে কার।

চুটকি চালের নলি টিপে কার
করছে জবাই অাদেশ কাবার
দিয়ে লন্ঠন বলছে শ্লোগান
ক্ষমতা যাহার সে-ই ভগবান।

আমাদের দায় গলা মেলাবার
ঝান্ডার রঙ কে কেমন ধারার
ঝান্ডা তুলেছো, মিছিলের দলে?
আলো নেই ঘরে নামসই ছেলে?

বিপন্ন মেয়ে? ভোলো,দায় নাও
চিৎকারে সব ফাঁকি বলে দাও
আর্তনাদের দম ফাটা স্বরে..
যাবার আগে জাগিয়ে দিয়ে যাও।