দেখতে রাজী হরেক স্বরের
            নিঁপুন কারুকাজ
উড়ে এসেই জুড়ে বসে-
            স্বর ভাঙা আওয়াজ।
ভাঙতে ভাঙতে গড়ায় সুরের-
             সাবেক জলাঞ্জলি
ভাঙা পটের সাত রঙা সুর
              কেরামতির বিলি।
রত্ন কেনে সিন্দুকে অার
              গানের গলায়, দোলে
টল্লা পাড়া শহরজোড়া
               কড়ি ম'এর খেলা।
বাঁশ এসেছে কাতার দড়ি
               নানান কাপড় দিয়ে
কাঞ্চিভরম্ কাদের মেয়ের
               ঘরের আগল ছুঁয়ে ।
গানের কলির তৃষ্ণা পেলে
                দু'কাঁধে ভর করে
দিব্য সাজেন ক'নের বেহাগ
                সোনার মুকুট পরে।