আমায় দে মা তোমার তবিলদারি


জনম আমার শোধ করে দাও
          নামের যত চটকদারী
ঢালো পরম ধরম কামের ভরম্
          খেই হারা হোক্ জনম তারি
কৃপা তোমার জোয়ার স্রোতের-
           শোধ করে দিক্ মগজ প্রলাপ
ঢালো রমণ ভুবন কে কার পরম
            যখন সময় খেলাপ হবার।

সাধ জুড়েছ মন জোয়ারে
           আসল ভাঁটায় সটকে তা'রি
রমণ আমার রমণ তোমার
            সুদ আসলে'র দাদাগিরি
আমি তুমি বৃন্দাবন গাজনে-
             বাই শরীরত্ত্ব ফর্মুলার-ই
গণিত তত্ত্বে ছক জুড়ে দি' ই
             শিষ্য গুরুর আলাপচারি

নকশো করে মকসো বানায়
               প্রাণের যত সুখের তরী
তোমার আমার এ হারেমে
               হারামখোরের খরিদদারি।
গিলছি নামের বেবাক সুযোগ
                আড়াল ঢেকে ঢোকের নাড়ি
হাত নামে কোন্ দয়াল প্রভু'র
                 বেন্দাবনের সেবার তরি
চলছি গুরু'র পথ দেখানো
                 ঠেকনা দেয়া নকশো গিরি

ফাঁকির বরাই ঢোক্ গিলেছি-
                 তোমার সাধের দখলদারি
খেল জমেছে তোমার জাতের'
                 যম মানুষের সং বাহারী
সাজো সাধ মুলুকের ভরংজোয়ার
                 দম কত কার দেখনদারি

মন মজে যাও রসের তরী'র
                  পারের রসদ শেষ পারানি
সেই কথা কও পরম রমণ-
                   ধরম কেবল ধন্য জানি
না থাক্ প্রবাল জলস্রোতে
                   শরীর কেমন ন্যুব্জ নাকি-
আসবে কাছে সংয়ের সুজন
                    ক'জন কাছের পরম গতি'র
ঘন্টা সাজাও কামের প্রভু'র
                    তোমার প্রতি প্রতিশ্রুতির।