বন্ধু কেমন হাত বাড়ানো জীবন অনিশ্চয়
আঁধার ঘিরে ঝড়ের মাতন প্রবল সংশয়।
বন্ধু তোমার হৃদয় জুড়ে ভালোবাসার স্থল্
ভাসিয়ে দিলাম কঠীন সময় প্রবল হলাহল।
পথের দোসর ছলের ঘাঁয়ে বন্ধু নামে যারা
কাঁটা ঘাঁয়ে নুনের ছিটে নকল হৃদয়হরা ।
ধার করা নাম ছোঃ দিয়ে যায় শুধু অনিশ্চয়
বিপদ কঠীন মানুষ জমিন যাবৎ শংকায় ।
বন্ধু তুমি মন দোসরে'র প্রাণের  প্রশংসা
মেঘ বাদলের বৃষ্টি ছাটে মানী কান্না হাসা।
কান্না হাসির দোল দোদ্যুলে প্রিয় মুখচ্ছবি
কোথায় কত কান্না ছিল ভাসিয়ে দিয়েছি।
প্রবল আঁধার নয় পারাবার সদা হাস্যময়
হাতটি তোমার বন্ধুনামের ভুবনে অক্ষয়।
আসাযাওয়া পথের মাঝে বন্ধু থেকো তুমি
কিচ্ছুটি নয় চিরন্তন এই পূণ্য জন্মভূমি ।