আজও আছে পথ ঘাটে যদিও ভঙ্গুর
       প্রেম বলো কি বা প্রলোভন
         শৌখিন মেজাজ যেমন ,
যখন যা তার, পৌরুষ প্রমাণ ভিন্ন লোভাতুর।

জলে দলে মিলে প্রায় পাওনার পর
      বনে যায় পৌরুষ প্রধান
        রক্ত ঝড়ে কার কত
কি-বা প্রয়োজন দম্ভ হাসি মুখ্য অতঃপর।

জেনে বুঝে পান  করি বিষের পেয়ালা
         কন্ঠ রুদ্ধ অসহায় তাই
         আমাদের নারী বলে-
কোরেছো প্রমাণ বাকরুদ্ধ জাতির অবলা ।


উর্দ্ধে জ্বলে তোমাদের মগজ নমুনা
        মূল্যহীন আমাদের যতো
        দন্ড আছে খুব জোর-
পাজীর পূঁজিতে ব্যার্থ তাই হৃদয় বাহানা।

ছল্  থেকে চাতুরির নানা'ন বাহনা
         কোন্ জনে মহৎ উদার
         আমাদের প্রাণ হাসে-
তবু দীর্ঘশ্বাস নারী নয় নর-ই প্রধান।

কে রেখেছে কন্ঠরোধে অবাধ প্রণয়?
       বাহুবলে অর্বাচীন কোন্ মহোদয়?
       কে ভেঙেছে ? কা'র আজীবন-
অগাধ সমস্যায়, নর নারী কে বল অাজো বিস্ময় ?