যারা সম্রাট কিনে চলে গেছে বহুদূরে আরো
               অথচ আমাদের অপ্রাপ্তি
           আড়ালে খসেছে যতি থামবার
           মোহ অথবা ভড়ং বোঝনোর দায়ে.........
      পাহাড়ের ঢলে ঝরণা'র মতো অামারও কোল্ ছিলো
    সম্রাটের কাছে , বলা ছিল ভড়ং বোঝাতে,
   ভালোবাসা ফেলে দাও কোকনদ ছলে----------
               ভর্তুকির দোষ নেই
               কারসাজি হলো, তখন আমি কারশেড্ তলে........
      
সম্রাট দেখে নাও বিপন্নের সেতু,কেমন বর্ণচ্ছটা অথবা.....
           একযুগ লেগেছিলো হোঁচট সারাতে....
        নাহ্, তাবলে বিপন্ন বোল'না,বরং বিকোনো ।
   তুমি'তো মাঝেতে আছো.....
   চরাচরে উদ্বেগ হলে, সূচিপত্রে হাত দাও নিয়মমতন...
    দ্বি-মুকুট আছে যারা কিনেছে নগদে
    যাদের চলাচল ভারী হল তোমার পাওনা
    যার ঘর কারশেড বাসী হয়ে ফিরেছে কদর....

তাদের বশীভূত ব্যাপক প্রলোভন উৎসব, দরবার,
লোকালয়, শহর-নগর,গ্রামে..........
                       সম্রাট, তুমি দেখে যাও এসে।