আগামীর কাছে জমাট নালিশ জমে
ক্ষয় হয়ে গেছে জীবনের খুঁটিনাটি
কখনও নিজের অধ্যায় খুঁটে খুঁটে
ভুলটাই আজ সত্যের মাপকাঠি
এর আগে তবু লোকালয় কিছু ছিল
শোনা যেত সেই অতীতের কলরব
ঘুঁনের মহলে কালান্তরের বাকল
খসে পড়ে আছে মানুষের পরাভব I


কাল যেইখানে গেঁথেছে মিলিত স্বর
আজ ব্যবধানে গোত্রের জায়গির
স্বর্গ কেবল করেছে যাদের কদর
সেই স্থানে আজ হৃদয় হারার ভীড়
সমাদর ছিল কোনদিন কোন্ জন্
বেশ মনে আছে ঐচ্ছিক ঘরবাড়ি
আগাছা উঠেছে আঁধারের প্রজনন
বৃথা পড়ে আছে ক্ষুরধার তরবারি I