প্রেম, শরাব, শর্ত


খোলা প্রাঙ্গণে এসে দাঁড়াও প্রিয়,
উড়ে যাক বাকল
দাম্ভিক পায়ের দীপ্ত কৌশলে
কেমন ম্লান হয়ে যাচ্ছে তোমার কৌমার্য
দেহে, মনে, প্রাণে জন্ম নিচ্ছে
অদ্ভুত প্রাণঘাতী অর্বুদ
প্রায় সব ঘনান্ধকারী মানুষ আজ
চিনতে এসেছে তোমায়, এসেছে
তোমার আজ্ঞাকালে
ন্যাজ নেড়ে নিশ্চুপ সমর্পণে :
তুমি খুলে রেখেছ পরমৈশ্বর্যেয়
পারমাণবিক আঁতশ
যার কাঁচের স্বচ্ছতায় মুছে গেছে
আমাদের পত্রালাপ
দৈর্ঘ্যের নিরুদিষ্ট পথে ।
প্রিয় তোমার কৌশলে আজ বিলগ্নীকরণ
আমি তার সংস্কার করিনি বলে
অবেলার মাঠ জুড়ে
আমাদের তির্যক পক্ষপাতিত্বে
তোমার একক ছত্রছায়া
মহীরুহ হয়ে ফলেছে।
ওরা হেঁটে চলেছে বুকের পরে, মাথার পরে, মনের পরে,
প্রেম ছিল না বলে ফ্লপ হয়ে গেল
গোটা আয়োজন
প্রিয় আজ'তো সেখানে জন্মের জঞ্জালে
কেবল অপার্থিব ছায়া
তাকে কি প্রেম বলা যায়?