বিধাতা তোমার হাতের আঙুলে
জীবনের কোলাহল।
মৃত পরে আছে ভল্গা ,যমুনা
জলরাশি উত্তাল ।
এ হাত ছুঁয়েছে কারু শিল্পের
অগনিত বরদান ।
হাতে হাত মিলে নগর দেশের
নূতন অভ্যুত্থান ।
অতসী তোমায় ভুল বুঝেছিল
শপথ করার নামে
ভল্গার বুকে অশ্রু ঝড়ালে
প্রেমিকের বরদানে ।
রক্তে আগুণ তুমিই প্রথম
নারী নাম প্রহসন
আঙুল ডগায় পৃথিবী জড়ানো
দেবতার পরিণাম ।
তোমার বুকে প্রেম হয়ে ঝড়ে
হানাহানি হাহাকার
পুরুষ তোমার হৃদয় কোথায়
ভালোবাসা জানাবার ।


******* *******