ভাব্ এলে ভাবনায় রসনার দায়
উপোসী হে পাত্ বোঝো সমুদয়।
রসের প্রকোপ জুড়ে তাথৈ বাসনা
ঘ্রাণে মন বেআকূল অহো সম্মাণনা।


সোয়াদের গড়িমসি ঢেকুর ৺চেচানি
শব্দ কয় কাব্য সাজো ঘুটিরগোলামি।
চর্ব আছে লেহ্য পেয় পংক্তি আড়াল
জিহ্বা এলে বলে কয়ে কাব্য রসাল্ ।


থোর বড়ি বেপরোয়া মুসকিলাসান
প্রবুব্ধ কাব্যওলা জোড়ে প্রাণ মন ।
নুন, চিনি বরাভয় ছন্দের দেবতা
একে একে ঐকতান পাঠ্যের ত্রাতা।


হিমসিম রাতদিন ঠেলাগাড়ি চলে
আগুপিছু ছুটাছুটি অ আ ক খ দলে
জ ধরে টান্ দেয় ঞ দের পরে
খাবি খায় ল'য়েদের ফেরিওলা ঘরে।


য বসে প'য়ে দের বিধান আড্ডায়
ঝপ করে হিং দেওয়া কচুরী সভায়
ভাপ্ ইলিশ বাটোয়ারা এ'এর বিচার
দেখো দোলে কাৱ কাব্য ছন্দে বাহার।