তবুও দু'দন্ড শ্বাস নেব,
কতিপয় শান্তির প্রেম
রেখে যাব কিছুটা সম্ভ্রম
ঘাস ঘুড়ি দৈন্য পৃথিবীর
খসখসে ঘিলু
সমন্বয় বাহু
আর বিদীর্ণ সম্ভোগ
খোলামকুচির চেরা পথ
অগনিত মোহ আলিঙ্গন,
নৈবেদ্য থালিময়
প্রণামী
দক্ষিণাসহ
রক্তস্নাত বিমূর্ত আরতি।
তবুও সন্ততি আমা হতে কারুকৃৎ
উচ্চে বসাবে অযাচিত
নিষাদ রমনী, মায়া হতে,
আলো হতে
শ্রেণীবদ্ধ দূরে,
আবারো সংগ্রামে
মুজিব জন্মাবে
আরেক সকালে,
থাবা দিয়ে নখড়ের
বিভৎস লোভে আরেক
যুদ্ধনীতির দাওয়ে
ভেসে যাবে সুখের কপোল।