বাহাত্তৱেৱ
বোমাৱুৱ ধোঁয়ায়
ঝোপ ঝাড়ে,
গোলা গুলি কার্তুজ গলে
প্রথম দেখেছে
সেই মুখ
ভয়ার্ত চোখ
আস্তানা জুড়ে বুটেৱ আওয়াজ
তখনও জানেনি
নিবাৱণ নাম, বানেৱ জলেতে ভাসা
কেউ ছিল -
মা' টা গেল জেৱায় জেৱায়
শেষ আশ্রয় !
তাবু জুড়ে খানা তল্লাস
নকশা মেলেনি , বাপ মা'ৱ আদল
উজবুকে, দখলের ছোপ
ভিঞ্চিৱ ছবি নেই
ত্রিবর্ণে ঝোঁক নেই
আক্রোশে যান্ত্রিক কোপ
পিঠজুৱা সন্ত্রাস
চোখে জল , হাত জোড়
নফৱ আকূতি
আহম্মক !
এ' তো ভিনদেশি লোক |