মরদের গন্ধ লাগা, ঘাম ভেজা
অশ্রুসিক্ত রুটিগুলো দে
বাড়ন্ত বুকে হাভাত শিশুর প্রাণ
সঞ্জীবনী শ্রম লেখা গমে
ওর ফলবে জীবন__
রুটিগুলো দে, পাঁজরের সিঁধ ভেঙে জেগেছে উন্মাদ
আস্ত পৃথিবী খাবে
ঘাম,রক্তে ভেজা নিরেট কলিজা
তারকাঁটা বিঁধে থাকা মুখে
তিন পাত্তি ছুড়ে দ্যাখ্
নাচা গানা ক্যাসিনো ফলে যাবে____
পৌরুষ রুটির পরে
শুয়ে আছে ওরা
রুটিগুলো দে, বাছার জীয়ন
বড় খিদে ওর
উদ্ভিন্ন হৃদয় নয় সিঁধ ভেঙে জমাজমি খাবে___
রুটিগুলো দে___
বাস্তবের আঙিনায় দাঁড়িয়ে আরও এক বার ভাবায়।
নিত্য দিনের রোজনামচার চাপা পড়ে যাওয়া ব্যাথা।
ভালো থাকুন ,সুস্থ থাকুন,লিখতে থাকুন
শুভেচ্ছা অফুরান
শ্রমজীবী ভাষা...
যুগযুগান্তরের ভাষা... অক্ষয়, অব্যয়...
খুব ভালো লাগলো সম্মানিত প্রিয় কবি।
সুস্থ থাকুন সকলের সাথে...
সুন্দর লিখেছেন সম্মানিত কবি।
অভিনন্দন জানাই-
সাথে একগুচ্ছ গোলাপের শুভেচ্ছা ও প্রাণের ভালোবাসা।।
বড্ড ভালো লাগলো লেখাটা l
শুভেচ্ছা প্রিয় কবি l