সাধের দোলনা


রইল তোর সাধের দোলনা
নথটাও নেই
ভেঙে গেছে পাঁজর শৃঙ্খল
কোথায় দোলাবো?
টিকলির চারপাশ সোনা ধোঁওয়া জল
ছেড়ে গেছে শাপলার মৌ
ও এখন আলতার মেয়ে
শিশুকাল ছেড়ে গেছে কবে
দিনক্ষণ মনেওতো নেই
কবে যেন তুই রাজা ছিলি
আজ আবার ইচ্ছে করেনা।


ভেবে নেব গুলতানি সব !


রইল তোর সাধের দোলনা
নথটাও নেই
ভেঙে গেছে পাঁজর শৃঙ্খল
কোথায় দোলাবো?
টিকলির চারপাশ সোনা ধোঁওয়া জল
ছেড়ে গেছে শাপলার মৌ
ও এখন আলতার মেয়ে
শিশুকাল ছেড়ে গেছে কবে
দিনক্ষণ মনেওতো নেই
কবে যেন তুই রাজা ছিলি
আজ আবার ইচ্ছে করেনা।


ভেবে নেব সবটাই ভুল
কোথ্থাও তোর মত কেউ
আজন্ম ফাঁকিটাই সব
দোলনাতে সাধের বিছানো
এলাকার মৃত উৎসব।


ফেলে গেছি মার মুখটাও
মুখেভাত মাঠের দোসর
দোলনায় ফেলে শিশুকাল
আজ এখন উঠেছি জাঁকিয়ে
ফেলে দেব ডিম ভাজা রুটি
সব্জির যত কেরামতি
ফিরব না কোনদিন আর
দোলনায় সাধগুলো দিয়েছি লুকিয়ে।


        ২


হৃদপিন্ড খুঁজিস
উশৃঙ্খল চেয়ারে ?
কোথায় দাঁড়িয়ে
সামনে পেছনে
ডাইনে ও বায়ে
সবটাই কল্পের মরুভূমি


মৃতদেহ রেখেছে লুকিয়ে
মরু অঞ্চলে
পৈতৃক ভিটে খুড়ে দেখি
আত্মের শব্ দলে দলে


এও কি সম্ভব
হৃদপিন্ড ছাড়া টিঁকিয়ে রেখেছো
জমাজমি নিষেধাঞ্চল
পাত্রগুলো গহ্বরে গোঁজা
সমুখে দাঁড়ানো এক
ব্যপ্ত বনাঞ্চল।


তবু খুঁজি ধ্বংসস্তূপে কার
মিথ্যেরা আছে
সত্যির মতো সেজেগুজে
এবার সম্ভব হবে বুঝি
অংশ প্রতিকার
কি আর খুঁজিস?
মৃত্যুকেই জন্ম ভেবে খুলে দে দুয়ার।
""""""""""""""""""'""""""""""""""""