হাসির ছলে লুকিয়ে নিলে যারে
সে কি তোমায় স্বস্তি দিল আদৌ
রইল কতক খেয়াল খুশির খাতায়
কতেক না'হয় অশ্রু ঝড়ার প্রতি ll


কোন্ বিবাগে বুকের আগুন জ্বালো
বিষাদ গুলো ভাঙছে পাথর নুড়ির
ওই মেয়েটির হঠাৎ আঁচল ওড়ায়
থমকে গেছে সময় তোমার চলা Ii


নিয়ম যেন পোষ্য যখন যেমন
পোষ মানিয়ে শোষণ শাষণ করা
ভাবতে প্রধান দোষকি এমন বল
অ নিয়মের নিয়ম বলে দাবী Ii


অনেক কিছুর হয়না কোনই মানে
যেমন ধরো দুখীর চোখের জলে
যতই ভাসুক রক্তে রাঙা শপথ
মেজাজ ভরো রক্ত শরাব গ্লাসে ll


অর্থ কি হয় কোথাও বুকের বাতি
দপ করে কেউ নিভিয়ে দিয়ে আলো
অন্য কোথাও ঝাড়বাতিতে হরেক
মদির রসে যখন টলো মলো ...


হয়না মানে অনেক কিছুর যেমন
এ যেন এক রাজা সাজার খেলা
নেশা ধরায় টাটকা রুধির স্বাদে
নেশা জাগায় টগবগে উল্লাসে Ii