বাজী ধরেছিলাম
উনবিংশের দীর্ঘশ্বাস ছেড়ে
পড়ন্ত এই ইমেজটাকে
জারকে চুবিয়ে
টাঙিয়ে রাখব বিংশের বারোয়ারিতে
পেরেছি কি না
বলবে নগর,বলবে শহর


তোমার ঐ সন্ধির বেদীতে
চুক্তি ছিল - যদি না সংক্রমণ ছড়াতে পারি
কেটে ছড়িয়ে দেব হৃৎপিন্ড
মাঝখানে শায়িত থাকবে
নগরীর মৃতদেহ,পাশে নৈরাজ্যের স্বস্ত্যয়ন
রাত্রি ঘনালে সর্পিল নগর
লুটিয়ে থাকবে মৃতের মতন,দেহে তার
নয়নাভিরাম শবযাত্রা


চুক্তির বীজে কি সাংঘাতিক
মাহাত্ম্য দেখলে
বেঁছে বেঁছে সংক্রমণগুলো কেমন
ফ্যান্ হয়ে উঠছে আজকাল !