ভিড় ছেড়ে একলা দাঁড়ালে
অনেকটা স্বচ্ছ হয় দৃষ্টিকোন
পলকা ছায়ার মত অনেককিছু
বহুদিন একঘেয়ে একমুখো সময়টা
জাঁকিয়ে বসেছে যেন
কিচ্ছু নেই , রোদ বৃষ্টির মাঝখানে
একটা চক্রাকার তুই , বিভাজিত ,
খন্ডিত ,এখান সেখানে আবার
কোনখানে না।
সাপ লুডোর অত্যাশ্চর্জ খেলাটা
এপিঠ ওপিঠ ঘুরে টিঁকে আছে আজও
তাতে না মই না সাপ।
আর আমায় ডাকিস না ও খেলায়
বাদ সাধলে শাড়িটা , চলে যাস
যে কোন পথে , কার্ণিশ বেয়ে ঝুলতে থাকা
এক একটি দিন, মাস,বছর ,যুগের
যে কোন সময়ে কিংবা কোনদিনই না।