স্বদেশ যখন মাতে জেনো
তুমি অতি সংকটে
আমার, তোমার বুক চৌঁচির
ভয়াবহ রাত কাটে।


স্বদেশের যদি ঘুম ভেঙে যায়
যদি এসে যায় ভোর
তোমার আমার স্বাধীন দুয়ারে
সংশয় অতি ঘোর।


যদি জনগন ছোটে দৌঁড়োয়
তোমার বিপৎকাল্
হাসি, মস্করা, দেশপ্রেমের
অতি ঘোর কলিকাল।


যদি তোলে হাত,মারে,কাঁমড়ায়
তোমার আমার মাঝে
বহু অবিচার ,অনাচার শত
ক্ষোভ হয়ে জমে আছে।


থু থু দেয় যদি,ভ্যংঁচায় নাচে
বুঝে নিও ভাষা তার
দ্রোহের আগুণ ওদের বলেছে
স্বজনের দায়ভার ।


আলগোছে যদি বসে, জেনো
মেরেছে ভাগ্য কার
খাঁমচায় যদি গালি দেয় উৎকট্
বুঝে নিও দেশটার.........।


নাক যদি ডাকে বুঝে নিও
কর্ম শেষ
স্বদেশপ্রেমের নমুনা বুঝিবা
স্বজাতি নিধন রেশ।


*********  **********


বিদ্রঃ এক কবি বন্ধুর কবিতা অনুকরণে লিখতে চেষ্টা করলাম বলে ক্ষমা চেয়ে নিচ্ছি।