বেঠিক হলেই ছুটি
পাঠশালে নয় জীবন থেকেও
কথার পিঠে কোন কথাটা
সংখ্যাটি কোন্ শূণ্য শেষে
বাধবে বাসা কোন হৃদয়ে
বলতে হবে নিখুঁত করে, ভুল হলেই
বাতিল তুমি, রাগের ঘরে
কোন্ সে বেহাগ কখন কি তাল
কোন ঠমকে উঠবে সেজে
কার বুকে কোন বৃন্দাবনী
নিখুঁত করে বলতে হবে, নইলে তুমি
গোল্লা পাবে, ক্ষণেক না হয়
উলুধ্বনি শঙ্খটাও ফুঁকতে হবে
সন্ধি ছুঁয়ে খুটির চালেও
রাত বেরাতের মস্তি হবে
প্রস্তুতিতে থাকতে হবেই কখন
কেমন বলতে হবে, নইলে তুমি
কিচ্ছুটি নও বিগ হিরোতে
শূণ্য পাবে।যতই তুমি হও সাবেকি
দু ' চার পায়ে হাঁটতে হবেই
মঞ্চে উজার যতই যে জন
নামতে হবে সব শেষে তার
বেঠিক হলেও থামতে হবে যতই
তুমি হও উপাসক !