এ জমাট মন প্রায়দিনই রুদ্ধ হ্য়
মেঘলা যেমন,দুপুর গড়িয়ে আবারো দুপুর
নষ্ট ছেলেটি ধারে কাছে ,কি চায় অকারণ
ডাহুকের ডাক শুনি মেটিং সিজন
ওরই মত আমিও মজেছি
সেই মুখ,উচ্চস্বর,অনাবিল গভীরতা সাগর সমান
সেকি প্রাকৃতিক, অনায়াস, কৃতলব্ধ
না কি আরাত্রিক,বিশালতা আকাশ সমান -
প্রাজ্ঞ সেই মুখ অনেকের মাঝে শুধু
সেই স্বর সেই উচ্চারণ !
দুর্ভেধ্য বাধা ঠেলে সে কি আসে
রাত্র ঘনায় মনে নিরুচ্চার বাতি,তার সাড়া নেই
শুনশান মানুষের ঘুমের আওয়াজ
গাঢ় হয় আরো,নিস্প্রভ এ নিদ্রা এ শয্যা
ঘড়ির কাটার মত ওঠে নামে,সারিবদ্ধ জমা হয়
শিয়রের কাছে ,অত:পর স্নায়ুর ভেতর
সারে সারে যুদ্ধরত নিরুচ্চ সৈনিক,রক্তাহত
আমিও সজ্জিত শববাহী যানে !!