শব্দ আমরা মানিনা
*******************


শ্লোগান তোলা আঁওয়াজগুলো ছিল
আগাম দিনের খোরাক ছিল যাতে
সব ভুলেছি মসলিনে গান বেঁধে
মহান ত্রাতার সেই মিছিলের সাথে  !


ওই পতাকা রক্তে সেদিন লাল
উর্ধে যেদিন শহীদ ক্রমের খেলা
একঘরে লোক বাসর ফুলে সেজে
চলতে ছিলাম ঢাল্ ও তলোয়ার !


মুষ্ঠিগুলো ভুঁয়ো হাতের শিরায়
ফেস্টুনেও কি যে ছিল ভাষায়
কে যেন কার শত্রুশিবির ঘিরে
শানিয়েছিল কোনকালে কি ধারায় !


গর্জে সে'দিন দাবীর মিছিল ছিল
মিথ্যে সেজন আসল নকল খেরোয়
খেই হারিয়ে ঢুকছে গানের ডেরায়
শব্দে ব্যাকূল আকূল সেদিনগুলো !


ছক্ কষেছে প্রশাসনের পালায়
যাত্রা হবে শাল পিয়ালের মাঠে
দেখতে এসো বন্ বাদারের প্রজা
কাটছে কেমন ধূ ধূ পেটের জ্বালা !


শব্দ নেই আর থাকবেও না, নিরন্ন
ওই মুখে,চাবকে রাখা পিঠগুলোও
দেদারে গান খোঁজে,বলছিল কেউ
নীল ছবি দাও নি:শব্দ হোক্ আরও !