অক্ষর আর আমি
নিরিবিলি সখ্যতা
রাত্রি গোপনে, এক একটা তুমি
মিশে যাওয়া চেতনার
স্বরচক্র কথার ভেতর
অতল স্পুটনিক গ্রহান্তর ছোঁওয়া ওই মোহ
ওই অভ্র বাসর, পৃষ্ঠার
কামুক প্রহর ওঠা পড়া নিপবীথি তল্
অতলান্ত গভীর খনন
উঠে এল অক্ষর, ছোঁও ওষ্ঠ পৃষ্ঠার
আদিম প্রহর আর আগুণ শপথ
তোমারই তো কর্ষণ প্রতিক্ষণ
আদিজন্ম প্রেমীর মতন, রক্ত মাংস স্বেদে
এস অক্ষর
একান্তে খেলি আজ বুকের ভেতর !!!