পানীয়ের ছলে পরে থাকে মহাজল
বিন্দু বিন্দু জীবনের আশেপাশে
ফিরায়ে দিয়েছে সাগর অছিলায়
তৃষ্ণার নাকি মারণের অভিলাষে I


উর্বরা ক্ষেত দানব বসেছে জুড়ে
আড়াল করেছে জীবনের লেনদেন
এ ফসলে আজো মহাজনী হানাদার
শ্রমিক ফলায় বারোমাস্যার নামে l


আকাশ জ্বেলেছে পূণ্যবাহী আলো
ধ্রুবতারকায় মঞ্চের আয়োজন
সমুখে ছড়ানো জাগতিক বিস্ময়
সীমানা ছাড়িয়ে সীমান্ত দেখবার


কাঁটাতার ঘেষে লেপ্টে রয়েছে কেহ
পাঁজরের ভাজে নালিশেরা অক্ষত
রক্তে জমেছে নীরহারাদের নামে
জন্মভূমিতে জন্মদাতার স্নেহ ...I


লাশের মিছিলে নগ্নতা বৈভব
পোজ ধরে আছে সংবাদ স্ক্রীনসট্
মহামারী মাঠে শকুন বসেছে এসে
পাশে তার দেশ স্বপ্ন ভিয়েতনাম I


শকুন তুমিতো স্বাধীনতা বোঝ
খুঁটি জুড়ে ওড়া শহীদ ছেলের লাশ
রাক্ষুসে দাঁত বিঁধে পড়ে আছে
আজও, ভাঙা ভাঙা ইতিহাস |