আমার শিশুর অগনিত হাত বাড়ছে
          অলি-গলি ঘর প্রসাদ নগর কাড়ছে
                      হাত বাড়ছে।


শাখা-প্রশাখার কার্বণ বুঁদ ঢাকছে শহর-
             ঢাকছে , কিলবিল হাত বাড়ছে
                 ক্রমশঃ বাড়ছে।


নতুন প্রজাতি ভাবগতি চায় শটকাট বনিয়াদ
               ভিতের আড়াল ঝোঁপঝাড়ে বাড়ে
                          আঁধারের ধারাপাত।


চেয়ারটা ছিল আমরা ছিলাম ঘিলুর বংশধারা
                 মুঠোয় নিয়েছে বংশপ্রাচীন
                   সভ্যতা ঠাঁই হারা।


দ্বন্দ প্রাচীন উড়ায় নবীন ঘিলুগুলো ঘোর খাচ্ছে
                       আমার শিশুরা হেলে দুলে নাশে
                          অশান্ত হাত ঝাড়ছে।


অগনিত হাত অগনিত শিশু ছেয়ে গেছে চারপাশ
                        আমার মুখের কথাতে ফোটাবে
                           সাম্যবাদের লাশ।


জোগান আনছে উদ্যমীদের রংহীন উল্লাস
                        দুধ ছেড়ে তাই বোমা,কার্তুজে
                           শিশুদের সহবাস।