চলে যায় সব বিষন্নতায়
যে যার মতো, থেমে যায় কলরব
আদি অন্তে নীরবতা শুধু
অখন্ড শূণ্যতার সারি, কিছুই থাকে না
এ প্রখর উত্তাপ, সিন্ধু সেঁচে
মুক্তো হীরে চুনি, হাত থেকে হাতে
ঔজ্জল্য খুইয়ে বাদ অপবাদ
ফিরে আসে ঘরে।
একখন্ড মানুষও আসে যায় বারংবার
উঁকি দেয় সাংসারিক মুখ
মৃত্যুও পারেনা নিতে এ গূঢ় বাহানা
রয়ে যায় খুব, কোন এক
অদৃশ্য সূত্র মতে।
শেষ হলে বেলা থেমে যায়,ফিরে যায়
সব, প্রতি যুদ্ধ শেষে
শান্তি আসে শোক আসে
ধর্ম আসে ক্ষয় ক্ষতি সব, নিস্তব্ধ শ্মশাণে
মানুষই আসেনা !